অন্যান্য

মেহেরপুরে সেবাদান কারী ও গ্রহনকারী প্রতিনিধিদের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: খান ফাউন্ডেশন’র উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর কতৃক গৃহিত উদ্যোগ বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধি, সেবা প্রদান কারী প্রতিনিধি এবং সেবা গ্রহনকারী প্রতিনিধিদের সমন্বিত উদ্যেগ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়রারম্যান অ্যাড.মারুফ আহমেদ বিজন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, আনারুল ইসলাম, সামসুল আলম, ইসমাইল হোসেন, কৃষি অফিসার কামরুজ্জামান ,সাবেক ইউপি সদস্য দিলরুবা খাতুন, রোজিনা খাতুন ,খান ফাউন্ডেশনের রেহেনা খাতুন, মীর দানিয়েল হোসেন প্রমুখ।