স্বাস্থ্য

মেহেরপুরে সেবিকার অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

By মেহেরপুর নিউজ

December 10, 2015

মেহেরপুর নিউজ,১০ ডিসেম্বর: মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত সেবীকার অবহেলায় নাসিমা খাতুন (৩৫) নামের এক প্রসূতির মুত্যুর অভিযোগ করেছে তার স্বজনরা। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রসবের পর অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুমিষ্ট ছেলে সন্তান সুস্থ আছে বলে জানা গেছে। নিহত প্রসুতি মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের দিনমজুর সমসেদ আলীর স্ত্রী। প্রসুতি নাসিমার ১৬ এবং ১০ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। প্রসূতির স্বামী সমসেদ আলী বলেন, তার স্ত্রীর প্রসব বদেনা উঠলে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালের ডেলিভারী ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে ১১ টার দিকে তার স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে তার স্ত্রী ছেলে সন্তান প্রসব করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। সে সেবীকাকে অভিযুক্ত করে বলে, আগে থেকে রক্ত ম্যানেজ করতে বললে তার স্ত্রীর এই অবস্থা হতো না। তবে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা: মিজানুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। তবে গাইনী কনসালটেন্ট তার মত চেষ্টা করেছেন রোগীকে বাঁচানোর জন্য। সেবীকার অবহেলার অভিযোগের ব্যপারে তিনি বলেন, একটি অনাকাংখিত ঘটনায় অভিযোগ করাটাই স্বাভাবিক, তবে হাসপাতালের পক্ষ থেকে সকল চেষ্টা করা হয়েছে।