মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য ও জীবন রক্ষার লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত মেহেরপুর জেলার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফকরুদ্দিন, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন প্রমুখ।