বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 10, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশী স্কাউট মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগ মেহেরপুর সদর উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপত্তিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি ডা.কাজী নাজিব হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনের (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন। কাউন্সিলে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। পরে সদর উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিলে সদর উপজেলা স্কাউটসের কমিটি গঠন করা হয়। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী রেজা। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে উপজেলা স্কাউটের সভাপতি।

এ ছাড়াও গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দীন, নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসার সুপার শামসুল ইসলাম, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সহ-সভাপতি।মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুজ্জামানকে কোষাধক্ষ।

নুরপুর শহীদ মুক্তার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াছ নবিকে যুগ্ম সম্পাদক। রঘুনাথপুর কলোনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামকে কমিশনার। জাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামাল , বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শামসুল আরেফিন, শ্যামপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে গ্রুপ সভাপতি। এবং শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, গোভীপুর দাখিল মাদ্রাসার সুপার রমজান আলী এবং কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে অডিটর হিসেবে নির্বাচন করা হয়।