মেহেরপুর নিউজ:
স্কাউট পতাকা উত্তোলন, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে স্কাউট ডে পালিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা স্কাউট ভবন প্রাঙ্গনে স্কাউট ডে উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।
মেহেরপুর জেলা স্কাউট ও সদর উপজেলা স্কাউটের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই সেখানে স্কাউট পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম স্কাউট পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। পরে স্কাউট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সদর উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান, সদর উপজেলা স্কাউটের কমিশনার জাহিদুর রহমান, কোষাধাক্ষর নুরুল গনি, সহ-সম্পাদক মিনারুল ইসলাম, সদস্য শামসুল আরেফিন, মঞ্জুরা খাতুন, কাব লীডার কিতাব আলী, মামুর রহমান প্রমুখ। এর আগে স্কাউট দিবস উপলক্ষে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।