মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের ২ দিন ব্যাপী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞা কুচকাওয়াজ প্রদর্শন করে। এর মধ্যে ছিল মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, তৌহিদুল কবীর, আবির আনসারী, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতার হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, জাব্বারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দ।
দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।