শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে ৩টি স্কুলে হয়নি স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

By মেহেরপুর নিউজ

March 21, 2016

মেহেরপুর নিউজ, ২১ মার্চ: উৎসবের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলার ১১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩০টি মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসএসপি পরীক্ষা কেন্দ্রের দোহায় দিয়ে মেহেরপুর শহরের সরকারী উচ্চ বালক বিদ্যালয়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়নি। বিদ্যালয় তিনটি নির্বাচন না করায় তাদের শোকজ নোটিশ করেছে জেলা শিক্ষা অফিস। এ ব্যাপারে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝাঁ বলেন, বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। সেকারণে ছাত্রীদের জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে শিক্ষা অফিসকে জানানো হয়েছে। আগামী ৩১ মার্চ এর মধ্যে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন করা হবে বলে তিনি জানান। একই দোহায় দিয়ে দু’একদিনের মধ্যে নির্বাচন করা হবে বলে জানালেন সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক। যোগাযোগ করা হলে সদর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুসনে মোবারক বলেন, শহরের তিনটি বিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না খবর পেয়ে জেলা শিক্ষা অফিসার সহ তিনি স্কুলগুলো পরিদর্শন করেছেন। নির্বাচন না করায় তাদের কটুবাক্যও শোনানো হয়েছে এবং শোকজ করা হয়েছে। তারা আগামী ২৮ অথবা ২৯ মার্চ নির্বাচন করবে বলে কথা দিয়েছেন। তিনি আরো বলেন, উপজেলার আরো কোনো বিদ্যালয় যদি নির্বাচন না করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলায় ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২টি মাদ্রাসা রয়েছে নির্বাচন উপযোগী। কোনো বিদ্যালয় নির্বাচন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । মুজিবগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শস জাহিদুল ইসলাম বলেন, উপজেলার ২০টি বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে নীতিমালা অনুযায়ী ১৮টিতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবারের মধ্যেই তাদের নির্বাচনের ফলাফল উপজেলা কার্যালয়ে পৌছানোর কথা রয়েছে। জানা গেছে, সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার স্ব স্ব বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন দেয়াকে কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একধরণের প্রাণচাঞ্চল্যতা দেখা গিয়েছে। কোনো ব্যানার পোষ্টার না থাকলেও ছিল ব্যালট পেপার, সিল, ব্যালট বাক্স। নির্বাচন পরিচালনার জন্য ছিল প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবকিছু। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। এ নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রধানমন্ত্রীসহ ৮জন প্রতিনিধি নির্বাচন করেছে তাদের সহপাঠিরা।  নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছর বিদ্যালয়ের আটটি কার্যক্রমের দায়িত্ব পালন করবে। এর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষন, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, বৃক্ষরোপণ ও বাগান তৈরি ,পানিসম্পদ এবং  দিবস ও উদযাপন অনুষ্ঠান। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নীতিমালা অনুযায়ী জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন করতে হবে। তবে নিম্ম মাধ্যমিক ও কলেজ যুক্ত বিদ্যালয়গুলোকে নির্বাচনের বাইরে রয়েছে। সোমবার একযোগে জেলার ১১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩০ টি মাদ্রাসায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।