আইন-আদালত

মেহেরপুরে স্ত্রীর করা মামলায় জামিন পেলেন এক বৃদ্ধ

By মেহেরপুর নিউজ

March 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ মার্চ: মেহেরপুর লিগ্যাল এইডের সহায়তায় আক্কাস আলী নামের ৯০ বছর বয়সী এক বৃদ্ধ স্ত্রীর দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। বুধবার দুপুরের দিকে পারিবারিক আদালতের বিচারক ফারুক ইকবাল তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের কোর্ট পাড়ার আক্কাস আলীর ১ম স্ত্রী লতিফুন্নেসা ও তার মেয়ে সেলিনা খাতুন খোরপোশ দাবি করে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাহার শেখের ছেলে আক্কাস আলীর বিরুদ্ধে মেহেরপুর পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং-২৯/২৯৪। তারিখ: ০১/০৪/২০১৪ ইং। এই মামলায় আদালত আক্কাস আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। মুজিবনগর থানার এস আই কামাল জানান, মামলার আসামী বৃদ্ধ হওয়ায় সে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। যে কারণে তাকে এতদিন আটক করা হয়নি। কিন্তু আদালতের নির্দেশে বুধবার সকালে তাকে বাড়ি থেকে তুলে নেয়া হয়। পরে তাকে পারিবারিক আদালতের বিচারক ফারুক ইকালের আদালতে হাজির করা হলে বৃদ্ধের শারীরিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় লিগ্যাল এইডের সহযোগীতায় বৃদ্ধ জামিন পায় বলে তিনি জানান।