আইন-আদালত

মেহেরপুরে স্ত্রীর মামলায় স্বামীর জেল

By মেহেরপুর নিউজ

May 15, 2018

মেহেরপুর নিউজ, ১৫ মে: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী আফসান নামের এক ব্যাক্তির ১ বছর ৩ মাসের কারাদন্ড দিয়েছেন মেহেরপুরের একটি আদালত।

মঙ্গলবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শাহীন রেজা এ রায় দেন। দন্ডিত আফসান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের দেরমান আলীর ছেলে। মামলায় বিবরণে জানা গেছে, আফসান প্রায় ২০ বছর পূর্বে তার প্রথম স্ত্রী মৃত্যুর পর মেহেরপুর গাংনী উপজেলার নওদা পাড়ার আকছেদ আলীর মেয়ে জরিনা খাতুনকে বিয়ে করে। বিয়ে করার পর তার নিকট থেকে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারায় জরিনার উপর নির্যাতন শুরু করে। এ ব্যাপারে জরিনা খাতুন বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করেন। এতে আসামী আফসান দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ১ বছর ৩ মাসে কারাদন্ড দেন। মামলায় বাদী পক্ষে এ্যাড. আসাদুল আযম খোকন এবং আসামী পক্ষে এ্যাড. শাহীন উদ্দীন কৌশুলী ছিলেন।