আইন-আদালত

মেহেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ৩ বছর জেল

By মেহেরপুর নিউজ

March 08, 2016

মেহেরপুর নিউজ, ০৮ মার্চ: মেহেরপুরের স্ত্রী নির্যাতন মামলায় রুহুল কুদ্দুস (৩৫) নামের একজনের ৩ বছর জেল দিয়েছেন আদালতের বিচারক। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রবিউল হাসান এ আদেশ দেন। দন্ডিত রুহুল কুদ্দুস মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের গরিবুল্লাহ’র ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামী রুহুল কুদ্দুস বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যোৗতুক দাবি করে তার শ্বশুরের কাছে। তার দাবি অনুযায়ী যৌতুক না দিলে স্ত্রী শাহানারা আক্তারকে সে প্রায় নির্যাতন করতো। এ ঘটনায় শাহানার আক্তার ২০১৩ সালের ১০ ডিসেম্বর নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার স্বামী রুহুল কুদ্দুসকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে আব্দুল আমিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।