আইন-আদালত

মেহেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ৩ বছর জেল

By মেহেরপুর নিউজ

May 15, 2016

মেহেরপুর নিউজ, ১৫ মে: মেহেরপুরে স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলায় স্বামী তৌফিকুজ্জামানের তিন বছর জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরো ৫ মাসের জেল দেয়া হয়। রবিবার বিকালে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রবিউল হাসান  এ আদেশ দেন। দন্ডিত তৌফিকুজ্জামান মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আক্কাস আলীর ছেলে। একই মামলায় আসামীর পিতা আক্কাস আলী ও মাতা খালেদা আক্তারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুলাই তৌফিকুজ্জামানের সাথে পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারগুনিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে হাসনাউল হুসনার সাথে বিয়ে হয়। বিয়ের সময় কোনো যৌতুক দেয়ার কথা না থাকলেও  পরবর্তিতে যৌতুকের দাবি করে নির্যাতন শুরু করলে হাসনাউল হুসনার পিতা জামাই তৌফিকুজ্জামানকে দেড় লাখ টাকা যৌতুক দেন। এর কয়েকদিন পর থেকে আরো ২ লাখ টাকা দাবি করে হাসনাউল হুসনার উপর নির্যাতন শুরু করে তৌফিকুজ্জামান। নির্যাতন সহ্য করতে না পেরে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারী হাসনাউল হুসনা বাদি হয়ে তার স্বামী তৌফিকুজ্জামান, শ্বশুর আক্কাস আলী ও শ্বাশুড়ীর খালেদা আক্তারের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৬ জন সাক্ষী প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে মোশাররফ হোসেন আইনজীবীর দায়িত্ব পালন করেন।