আইন-আদালত

মেহেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ২ বছর জেল

By মেহেরপুর নিউজ

March 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ মার্চ: মেহেরপুরের স্ত্রী নির্যাতন মামলায় জহুরুল ইসলাম নামের এক জনের ২ বছর জেল দিয়েছেন আদালতের বিচারক। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের জেল দেয়া হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রবিউল হাসান এ আদেশ দেন। দন্ডিত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, আসামী জুহুরুল ইসলাম ২০০৯ সালের ৪ জুন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে কামরুন্নাহারকে বিয়ে করেন। বিয়ের সময় কামরুন্নাহারের পিতা জামাতা জহুরুল ইসলামকে আড়াই লাখ টাকা যৌতুক দেন। এর পর আরো পঁচাত্তর হাজার টাকা দাবি করেন তার শ্বশুরের কাছে। তার দাবি মেটাতে না পারলে জহুরুল ইসলাম স্ত্রী কামরুন্নাহারকে প্রায়ই নির্যাতন করত। এ ঘটনায় কামরুন্নাহার ২০১৩ সালের ২৮ মে নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার স্বামী জুহুরুল ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে একেএম আসাদুজ্জামান আইনজীবীর দায়িত্ব পালন করেন।