আইন-আদালত

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ৭ বছর সশ্রম কারাদন্ড

By মেহেরপুর নিউজ

July 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ জুলাই: স্ত্রী হত্যার অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের এলাহী বকস এর ছেলে। মামলার বিবরণে জানাগেছে ২০১২ সালের ৩ মার্চ ভবানীপুর গ্রামের শহিদুল ইসলাম তার স্ত্রী রেহেনা খাতুনকে নির্যাতন করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় রেহেনা ৩ মাস বয়সী জমজ ২ সন্তান সহ ৫ সন্তান ছিল। এ ঘটনায় রেহেনার ভাই আনোয়ার বাদী হয়ে গাংনী থানায় তার ভগ্নিপতি শহিদুলকে আসামী করে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- গাংনী থানা ৪। তারিখ: ৩/৩/২০১৮। জিআর কেস নং-১৫০/১২। সেশন নং-২১/১৩। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলায় প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষি তাদের সাক্ষ্য প্রদান করে। এতে আসামী শহিদুল ইসলাম দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দেন। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য এবং আসামী পক্ষে এ্যাড. খন্দকার আব্দুল মতিন কৌশুলী ছিলেন।