আইন-আদালত

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

By মেহেরপুর নিউজ

August 06, 2019

স্ত্রী হত্যার দায়ে আব্দুল মোমিন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম এ কারাদন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত আব্দুল মোমিন জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৯ জুলাই রাতে মোমিন পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রী মাকসুরাকে প্রথমে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে ডাকাতির ঘটনা সাজানোর জন্য পরে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরদিন মাকসুরার ভাই মস্তফা বাদি হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা প্রাথমিক তদন্ত সম্পন্ন করে নিহতের স্মীবা আব্দুল মোমিনকে একমাত্র আসামি উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আব্দুল মোমিন আদালতে তার স্ত্রীকে হত্যার স্কাবীরোক্তী দেয়। মামলায় ১৬ জন সাক্ষ্য প্রদান করেন। মামলার সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে বিচারক আব্দুল মোমিনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।

মামলায় রাষ্টপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

# আদালত প্রতিবেদক #