মেহেরপুর নিউজ, ২০ জানুয়ারী: মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ায় স্ত্রী ইসমত আরাকে গলা কেটে হত্যা মামলায় স্বামী জাকির হোসেনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার বাকী দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। দন্ডিত জাকির হোসেন পৌর কলেজ পাাড়ার মহাসিন মন্ডলের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন: গাংনী উপজেলার খাসমহল ধলা গ্রামের হেকমত আলীর ছেলে আব্দুল হোসেন এবং রেজাউল হকের ছেলে সাহেব আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালে ১৩ অক্টোবর রাতে মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মহাসিন মন্ডলের ছেলে জাকির হোসেন দাম্পত্য কলহের জের ধরে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে বাড়িতে ডাকাতি হয়েছে বলে প্রচার চালানোর চেষ্টা করে। পরদিন তার শশুর রিয়াজতুল্লাহ বাদি হয়ে মেহেরপুর সদর থানায় জামাই জাকির হোসেনকে প্রধান করে ৩ জনকে আসামীকে করে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং: ২৮, জিআর মামলা নং: ৫০৪/০৯, সেশন মামলা নং: ৯০/২০১০। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে খন্দকার আব্দুল মতিন ও শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।