আইন-আদালত

মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, অপরটিতে ১ জনের ৫ বছর জেল

By মেহেরপুর নিউজ

October 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কারিগর পাড়ায় আমেনা খাতুন হত্যা মামলায় তার স্বামী জুলফিকার আলী ওরফে ফকরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।যাবজ্জীবন প্রাপ্ত জুলফিকার আলী মেহেরপুর সদরের আমঝুপি কারিগর পাড়ার রসুল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২৫ এপ্রিল রাতে জুলফিকার আলী তার স্ত্রী

আমেনার কাছে জুয়া খেলার জন্য টাকা চায়। টাকা না দিলে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আমেনা খাতুনকে গলা কেটে হত্যা শেষে পাশের একটি আমবাগানে ফেলে আসে তার স্বামী। পরদিন আমেনার পিতা আওলাদ হোসেন বাদি হয়ে পেনাল কোডের ৩০২ ধারায় মেহেরপুর সদর থানায় জুলফিকার আলী ওরফে ফকরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র

দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষে খন্দকার একরামুল হক হীরা কৌসুলীর দায়িত্ব পালন করেন। এদিকে, একই দিন বিকালে মেহেরপুর গাংনী উপজেলার রামনগর গ্রামের যুবক নাসিরুল ইসলাম হত্য মামলায় একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আলিমকে ৫ বছরের জেল দিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা। মামলার বাকি ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্ত আসীমরা হলেন, আব্দুস সাত্তার, ও তার ৩ ছেলে আরিফুল ইসলাম, আকতারুল ইসলাম ও আশরাফুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগকে কেন্দ্র করে আব্দুল আলিম ও নাসিরুলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নাসিরুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নাসিরুলের পিতা আনারুল ইসলাম বাদি গাংনী থানায় আব্দুস সাত্তার ও তার ৪ ছেলের নামে হত্যা মামলা করেন।