বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে স্থলবন্দর স্থাপন! উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলের মেহেরপুর নবীননগর ও মুজিবনগর পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬অক্টোবর :

মেহেরপুরে স্থলবন্দর স্থাপনের লক্ষে  মঙ্গলবার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নবীননগর ও মুজিবনগর পরিদর্শন করেন।

এ দিন সকালে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (হিসাব) পরিচালক মহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি স্থল বন্দরের স্থান নির্ধারনের জন্য সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নবীননগর গ্রাম পরিদর্শন করেন। বিজিবি ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা নবীননগর খালপাড়া হয়ে মেহেরপুর শহরের  উপর দিয়ে স্থল বন্দরের স্থানের গুরুত্ব তুলে ধরেন।

এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, ইউপি সদস্য শাহদত হোসেন, আসানুর রহমান গোপাল, আহসান হাবিব, আলমগীর হোসেন লাল্টু, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দলের সদস্যরা মুজিবনগরের স্থান পরিদর্শন করেন।