টপ নিউজ

মেহেরপুরে স্পিড (এনার্জি ড্রিংকস) পানীয় পান করে দুই যুবক অসুস্থ

By মেহেরপুর নিউজ

July 10, 2020

মেহেরপুর নিউজ:

স্পিড (এনার্জি ড্রিংকস) পানীয় পান করে রাজু ও হাফিজুল নামের দুই যুবক মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী রেফার করা হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার টেঙারমাঠ গ্রামে এ ঘটনা ঘটে। রাজু টেঙারমাঠ গ্রামের রজিদুলের ছেলে এবং হাফিজুল একই গ্রামের হাবেল আলীর ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন বিকেলের দিকে রাজু তার বাড়ির পাশে মোকলেছুর রহমানের দোকান থেকে একটি স্পিড (এনার্জি ড্রিংকস) পানীয় ক্রয় করে দুজনে মিলে সেটি পান করে। এর কিছুক্ষণ পরে দুজনাই যন্ত্রণায় ছটফট শুরু করে।

তাদেরকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।