বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বপ্ন’র আয়োজনে সাড়ে ৬শ দুঃস্থ শিশু শিক্ষার্থীদের মাঝে শীত উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 08, 2018

মেহেরপুর নিউজ, ০৭ ডিসেম্বর: আসুন স্বপ্নের মত করে নিজের জীবন গড়ি। পরিবার, সমাজ ও দেশ প্রতিষ্ঠা করি। এই প্রত্যয় ও অঙ্গিকার ব্যাক্ত করার মধ্য দিয়ে মেহেরপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন “স্বপ্ন” র আয়োজনে গতকাল মেহেরপুর শামসুজ্জোহার পার্কে অনুষ্ঠিত হয়ে গেল দুঃস্থ শিশু শিক্ষার্থীদের মাঝে শীত উপহার কম্বল বিতরণ অনুষ্ঠান। শীত মৌসুমে এখনও পর্যন্ত স্বপ্ন সংগঠনই প্রথম যারা শীতবস্ত্র বিতরণ করলো। বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই শীত উপহার নিতে আসা শিশু শিক্ষার্থীদের আগমনে ভরে যায় শামসুজ্জোহা পার্ক। সাড়ে ৬শ শিশুদের মাঝে বিতরণ করা হয় কম্বল। স্বপ্নের সভাপতি সাংবাদিক তুহিন আরন্য’র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপর জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল এবং মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অতিথিবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর সরকারী কলেজের উপধাক্ষ্য হাসানুজ্জামান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মেহেরপুরের সরকারী শীর্ষ আইন কর্মকর্তা (পিপি) পল্লব ভট্টাচার্য্য তরুণ, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলম।

অনুষ্টানে জেলা প্রশাসক আতাউল গনি বলেন, স্বপ্ন সংগঠন শিশুদের মনে স্বপ্ন দেখাতে এই আয়োজন করেছে। আজকের যে শিশুটি কম্বল নিতে এসেছে। একদিন সেই শিশুটি অন্য শিশুকে কম্বল দেওয়ার যোগ্যতা অর্জন করবে। কেননা, আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যত। তাই এই শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার কাজ এখন থেকেই শুরু করতে হবে। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, স্বপ্ন সংগঠনটি সব সময় ব্যাতিক্রমী সব আয়োজন করে মেহেরপুরকে এগিয়ে নেওয়ার কাজে ভূমিকা রাখছে। যে স্বপ্ন নিজেকে সর্বদা তাড়িত করে, ঘুমাতে দেয় না। সেই স্বপ্ন দেখতে হবে। তবেই এক একটি শিশু হবে এক একটি বাংলাদেশ। তিনি শিশুদেরকে এখন থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনার পাশাপাশি পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানান। জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল বলেন, স্বপ্ন অনেক ভাল স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। যা প্রশংসার। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলো। বর্তমান প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে বাস্তবায়নে উন্নয়নের মহাসড়কে এই দেশকে নিয়ে গেছেন। এই ধারা অব্যাহত রাখতে হলে এই শিশুদেরকেই এখন থেকে প্রস্তুত হতে হবে। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, জীবন গঠনে শিশুদের আত্মপ্রত্যয়ী হতে হবে। শিশুদের উদ্দেশ্যে কবিতার দুইটি লাইন উল্লেখ করে বলেন, যতদিন বরে শেখ হাসিনার দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। মেহেরপুর পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, মেহেরপুর পৌর মেয়র ও ইনচার্জ জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় এবং স্বপ্ন পরিবারের শতাধিক সদস্যদের আর্থিক সহযোগীতায় শিশুদর জন্য শীত উপহারের এই আয়োজন করা হয়। অনুষ্টানকে সুশৃক্সখল ও শান্তিপূর্ণ করতে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিলো। মেহেরপুর সরকারী শিশু পরিবার, মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্ট্রিক বিদ্যালয় সহ বিভিন্ন গ্রামের সাড়ে ৬ শতাধিক শিশু শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান ও নৃত্য উপস্থিত সকলের ন কেড়ে নেয়। শুরুতেই শিশুদের কাছে জানতে চাওয়া হয় তোমরা কাকে বেশী ভালবাসো। শিশুরা সমস্বরে উত্তর দেয় মাকে। তখন বলা হয় আসুন আমরা দেশকেও মায়ের মত করে ভালবাসি। এরপরই সমবেত শিশু, অভিবাবক, অতিথি ও স্বপ্ন পরিবারের শতাধিক সদস্য উঠে দাড়িয়ে জাতীয় পরিবেশন করেন। তারপর স্বপ্ন পরিবারের সদস্যদের পরিবেশনায় “চলো বাংলাদেশ” নৃত্য পরিবেশন করা হয়। শেষে স্বপ্নের সভাপতি সাংবাদিক তুহিন আরন্য’র নের্তৃত্বে সমবেত শিশুরা দাঁড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। শীতের বেলা ছোট হওয়ায় অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হয়। শেষে পুলিশ সদস্যদের সহযোগীতায় ও পরিকল্পনায় স্বপ্ন পরিবারের সদস্যরা কঠোর সুশৃক্সখলার মধ্য দিয়ে সাড়ে ৬শ শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের কাজ সম্পন্ন করেন। স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, প্রধান সমন্বয়কারী মুস্তাকুর রহমান তুষার এবং স্বপ্নের সিনিয়র সহ সভাপতি রেজ আন উল বাশার তাপস সহ স্বপ্নের প্রতিটি সদস্য দায়িত্ব নিয়ে সমস্ত শিশুদেরকে পরিবহনযোগে নিজ নিজ বাড়ি পৌছে দেওয়া হয়।