ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৩৬ তম জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

August 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৩৬ তম শুভ আবির্ভাব উপলক্ষে দিনব্যাপী সঙ্গীত অনুষ্ঠান ও ভোগ বিতরণ করা হয়। শনিবার ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠানে দেশী বিদেশী হাজার হাজার ভক্তরা  অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে কুতু্বপুর আশ্রম এলাকায় হরেক রকমের পণ্যর পসরা সাজিয়ে দোকানীরা মেলা বসিয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেণ। তিনি সেখানে পৌছালে আশ্রমের সেবাযেৎ স্বামী অখন্ডানন্দ সরস্বতী সাংসদকে স্বাগত জানান। সংসদ সদস্য এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠান উপভোগ করায় সকলকে অভিনন্দন জানান। এ সময় মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরণ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন,সহ স্থানীয় নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।