মেহেরপুর শহরের হঠাৎপাড়ার এক দম্পতি পারিবারিক কলহের জের ধরে একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বুধবার বিকালের দিকে দমকল বাহিনীর সদস্যরা এ দম্পতিকে আমঝুপি নীলকুঠি পাড়া এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আত্মহত্যার চেষ্ট কারীরা মেহেরপুর শহরের হঠ্যাৎ পাড়ার আকবার আলীর ছেলে জুম্মন (২৫) ও তার ২য় স্ত্রী প্রিয়া (২০)। জানা গেছে প্রায় ৬ মাস পূর্বে স্বামী পরিত্যাক্তা প্রিয়াকে একই এলাকার জুম্মন বিয়ে করে। জুম্মনের আগের স্ত্রী ও ১ সন্তান রয়েছে। প্রিয়ার মা জানান, বুধবার সকালের দিকে তার জামাতা ব্লেড দিয়ে নিজের হাত কাটতে শুরু করে। এঘটনায় স্ত্রী প্রিয়া নিষেধ করে। ঐ সময় প্রিয়াকে নিয়ে বাড়ি থেকে রেব হয়ে যায়। এদিন বিকালের দিকে আমঝুপি কুঠিপাড়া এলাকায় একই সাথে দুজনে বিষপান করে। এসময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।