স্বাস্থ্য

মেহেরপুরে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ ট্যাবলেট পিসি থ্রীজি সীম ও মডেম বিতরণ

By মেহেরপুর নিউজ

April 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুরের সদর ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ, পিসি ট্যাবলেট, থ্রী জি সীম কার্ড ও থ্রী জি ইন্টারনেট মডেম বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার সময় গাংনী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বিধান চন্দ্র ঘোঁষ। এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এইচএম আনোয়ারুল ইসলাম,স্বস্থ্য পরিদর্শক রবিন্দ্র নাথ ভট্রাচার্য, স্বাস্থ্য পরিদর্শক আবুল বাশার,  এমটিইপিআই আব্দুর রশিদ, ভান্ডার রক্ষক দবির উদ্দীন,  টিএলসি জাহিদুল ইসলাম প্রমুখ। গাংনী উপজেলার বামুন্দী, তেতুঁলবাড়িয়া ও মহম্মদপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের মাঝে ৩ টি ল্যাপটপ, থ্রীজি সীমকার্ড ও মডেম ২ জন স্বাস্থ্য পরিদর্শক ও ৯ জন উপ-স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ১১ টি পিসি ট্যাবলেট ও থ্রীজি সীমকার্ড বিতরণ করেন। এর আগে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের, মাঝে ৩৫ টি ল্যাপটপ ও স্বাস্থ্য সহকারীদের মধ্যে ৩৬ টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বিধান চন্দ্র ঘোঁষ জানান, প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ও স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌছাতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের এসব বিতরণ করা হয়েছে। এর ফলে স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য সরকার ও জনগণের মাঝে দ্রুত আদান প্রদান করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে, মেহেরপুর সদর উপজেলার স্বাস্ধ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ২৫ জন সিএইচসিপি এবং ৩ জন স্যাকমোদের মোট ২৮ টি ল্যাপটপ ,মডেম, সিমকার্ড বিতরণ করেন।

এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিসংখ্যানবিদ মীর বদরুদ্দোজা সেখানে উপস্থিত ছিলেন।