মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুরে স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে বাঁচুন এ স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
বুধবার মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল-এর নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। মেহেরপুর বড় বাজার এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নেতৃবৃন্দ করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার সহ স্বাস্থ্য সচেতনতা মেনে চলার আহ্বান জানান ।
এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।