অন্যান্য

মেহেরপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের ওয়ার্ক চার্জড কর্মচারিদের নিয়মিত করনের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

June 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ জুন: সড়ক ও জনপদ অধিদপ্তরের ২৫/৩০ বছর যাবৎ কর্মরত ৭ হাজার ৫৯ জন ওয়ার্ক চার্জড শ্রমিক কর্মচারিদের বিশেষ বিবেচনাই শূণ্য পদে নিয়মিতকরনের দাবীতে  বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারি ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল  ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার দুপুরে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারি ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি  আশরাফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সড়ক ও জনপদ বিভাগ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।  এসময় ইউনিয়নের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র মল্লিক, বিএম শাহাজামান, আক্তার হোসেন, সোহেল রানা , হাতেম আলী, আওলাদ হোসেন, জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।