বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌফিকুল আহত

By মেহেরপুর নিউজ

June 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন: মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে সাইকেল ও আলগামনের মুখোমুখি সংর্ঘষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌফিকুল (২৫) আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে । হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, তৌফিকুলের  অবস্থা এখন আশংকা জনক। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নতুন মদনাডাঙ্গা গ্রামের জাফরের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র তৌফিকুল বাই সাইকেল চালিয়ে নানা বাড়ি মদনাডাঙ্গা আসার পথে পথিমধ্যে একটি আলগামন বাইসাইকেল চালক তৌফিকুলের সাথে সজোরে ধাক্কা মারলে তৌফিকুল রাস্তার উপর ছিটকে ।পরে গেলে স্থানিয় গ্রামবাসিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।