বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 31, 2017

মেহেরপুর নিউজ,৩১ ডিসেম্বর: মেহেরপুর সদরে ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে ওয়ায়েচ আলী (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ওই ইটভাটা বন্ধের দাবি করে ওয়ায়েচ হত্যাকান্ডের বিচারের দাবি করে মানবববন্ধন কর্মসূচী করেছে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন করেছে ওয়ায়েচের সহপাঠিসহ গ্রামবাসীরা। বুড়িপোতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো: ওয়াসিমের নেতৃত্বে গ্রামবাসীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে তারা ইটভাটা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে তাদের সম্বলিত স্মারকলিপি জমা দেন এসময় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, এনিয়ে ওই গ্রামে সড়ক দুর্ঘটনাতেই ৫জনের প্রাণহানী ঘটলো। ইটভাটায় মাটি কাটা ও ইট বোঝাই করার কারণে এলাকার রাস্তাটির অনেকাংশ বন্ধ থাকে। ফলে প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনার ঘটনা ঘটছে। ইউপি সদস্য মো: ওয়াসিম তার বক্তব্যে বলেন, গ্রামের লোকজন মাঝে মাঝেই অভিযোগ দিয়ে বলেন ইটভাটার কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তার উপরে সে ভাটার কাঠ রেখে রাস্তাটি বন্ধ করে রাখে। ওখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। ওই ইটভাটা বন্ধ করার দাবি জানাচ্ছি।