বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে প্রচারপত্র বিলির উদ্যোগ

By মেহেরপুর নিউজ

August 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ আগষ্ট: আগামী ২০ সেপ্টেম্বর থেকে সড়ক দুর্ঘটনা রোধ করণে সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রচার পত্র বিলি করা হবে। মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস্ সদস্যদের সহযোগীতায় ২০ সেপ্টম্বর থেকে এ সমস্ত প্রচার পত্র বিলি করা হবে। বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বিআরটি এর ইন্সপেক্টর এসএম সবুজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন প্রমূখ।