অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় একজন আহত

By মেহেরপুর নিউজ

October 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ অক্টোবর: মেহেগরপুর সদর উপজেলার আমঝুপি-মদনা সড়কে মটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে হাসানুল নামের এক মটরসাইকেল চালক আহত হয়েছে। আহত হাসানুল সদর উপজেলার সুবিদপুর গ্রামের নাজির হকের ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিৎকসাধীন রয়েছে।

জানা গেছে, সোমবার সকালে সুবিদপুর গ্রামের হাসানুল মটরসাইকেলযোগে মদনাডাঙ্গা হয়ে আমঝুপি আসছিল। পথি মধ্যে আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।