বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় হাজেরা বেগম নামের এক মহিলা নিহত

By মেহেরপুর নিউজ

November 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা-বারিবাকা সড়কে ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে মারা গেছে হাজেরা বেগম(৪২) নামের এক মহিলা । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,কুয়াশা এবং বেপরোয়া গাড়ি চালানো এ দূর্ঘটনার মূল কারন। ট্রলি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বারিবাকা গ্রামের আবদুল্লাহ’র স্ত্রী হাজেরা বেগম বাড়ির সামনের সড়কে হাঁটতে বাহির হয়। হাজেরা বেগম পায়ে হেঁটে বুড়িপোতা-বারিবাকা সড়কের বটতলার মোড়ে পৌছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি তাকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় হাজেরা বেগম। ঘাতক ট্রলি চালক বুড়িপোতা গ্রামের গুলজারের ছেলে সালাম ঘটনার সাথে সাথে ট্রলি ফেলে পালিয়ে যায়।