অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত রাজ্জাক মারা গেছে

By মেহেরপুর নিউজ

April 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ এপ্রিল: মেহেরপুরে  দূর্ঘটনায়  আহত মুজিবনগর উপজেলার  পুরন্দরপুর গ্রামের হিসাব উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক  মারা গেছে। বৃহস্পতিবার দিবাগতরাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে শুক্রবার দুপুরে নিজ গ্রামে জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে। উল্লেখ্য, বুধবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর্ উপজেলার ভবেরপাড়া গ্রামের মাঠে কাজ শেষে ট্রাকটর যোগে বাগোয়ান যাওয়ার পথে পথিমধ্যে বিপরীত গামী একটি ট্রাককে সাইড দিতে গেলে ট্রাকটরটি উল্টে যায়। এতে  আব্দুর রাজ্জাক সহ ২ জন আহত হয়।