অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ৪

By মেহেরপুর নিউজ

May 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মে: হাসপাতালে রোগী আনার সময় সড়ক দূর্ঘটনায় রোগী সহ  চার জন আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার  সকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় সদর উপজেলার আশরাফপুর গ্রামের আলীহিমের মেয়ে আসুস্থ সোহাগিকে নিয়ে আলগামন যোগে মেহেরপুর হাসপাতালে আসার পথে আশরাফপুর আমদাহ’র মাঝামাঝি স্থানে বিপরতগামী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগী সহ তার ভাই হাফিজুর ,ভাবি সাজেদা খাতুন এবং বোন আনোয়ারা খাতুন আহত হয়।