অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় শিশু সহ ৫ জন আহত

By মেহেরপুর নিউজ

October 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ অক্টোবরঃ মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে পৃথক ২ টি সড়ক দূর্ঘটনায় শিশু সহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ঝাউবাড়িয়া গ্রামের খাসমত আলীর স্ত্রী মমতাজ, শিশু পুত্র জিহাদ এবং রায়হান নামের ৩ ব্যাক্তিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে ঘটনার সময় খাসমত আলী তার স্ত্রী পুত্রকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এদিকে এর আগে একই সড়কে ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়।