মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: মেহেরপুরের গাংনীর হিজলবাড়ীয় গ্রামে ভ্যান ও নসিমেনর সাথে মুখোমুখি সংঘর্ষে ২ সহদর শিশু আহত হয়েছে। আহতরা হলো: হিজলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের শিশুপুত্র রাজা(৬) ও রাজন(৪)। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সহদর শিশুর পিতা রুহুল আমিন জানান, রোববার দুপুর ১২ টার দিকে ২ পুত্রকে নিয়ে সে ভ্যান যোগে বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে সংঘর্ষ বাধে। এতে রাজা ও রাজন সড়কে ছিটকে পড়ে অঅহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।