অন্যান্য

মেহেরপুরে সড়ক মেরামতের দাবিতে পানিতে ডুবে থাকা সড়কের উপর ধানের চারা লাগিয়ে মানব বন্ধন

By মেহেরপুর নিউজ

August 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগষ্ট: মেহেরপুরে পানিতে ডুবে থাকা সড়কের উপর ধানের চারা লাগিয়ে এবং মানব বন্ধন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে প্রতিবাদী জনতা সড়কটির উপর ধানের চারা রোপণ করে। এরপর সেখানে মানববন্ধন করেন তারা। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়ীয়া ফরাজিপাড়া থেকে বৈকন্ঠপুর গ্রামে যাওয়ার প্রায় দেড় কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই ভরে যায় কাদা-পানিতে। এবারের বর্ষা মৌসুমে গত একমাস থেকে পানি আর কাদাতে ডুবে থাকায় চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। ফলে কয়েকটি আশেপাশের শত শত মানুষ চরম দূর্ভোগের মধ্যে পড়েছে। দীর্ঘদিন থেকে সড়কটি মেরামতের দাবী জানিয়েও কোন কাজ হয়নি। তাই অনুপায় হয়ে এ প্রতিবাদ জানায় তারা।

প্রতিবাদী যুবক রাজন আলী জানান, গত দেড়মাস ধরে সড়কটিতে কাদা পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দির্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধিদের বলেই তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, কুলবাড়িয়া গ্রামের সড়কটি কাদা পানিতে ডুবে থাকায় এলাকাবাসীরা ক্ষোভে সেখানে ধানের প্রতিকী চারা রোপন করেছে। সড়কটি যাতে দ্রুত মেরামত করে চলাচলের যোগ্য করে দেয়া যায় সেজন্য সংশিল্প মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান।