অন্যান্য

মেহেরপুরে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলার আসামী গ্রেফতার। অস্ত্র ও গুলি উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলা বাড়াদী গ্রাম থেকে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলার আসামী শাহজামাল নামের এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার বাড়ি মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ১ টি এলজি শার্টার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রবিবার বিকালে বাড়াদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আক্তার“জ্জামান শাহজামাল কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। মুজিবনগর থানা পুলিশ রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তার বাড়ি থেকে সোমবার ভোরে ১ টি শার্টার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মুজিবনগর থানার ওসি মনির“জ্জামান মোল­া জানান,গ্রেফতারকৃত শাহজামালের বির“দ্ধে মুজিবনগর থানায় হত্যা,ডাকাতি,চাঁদাবাজি ও অস্ত্র সহ ৫ টি মামলা রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সহ পার্শবর্তী থানায় বেশ কয়েক টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত শাহজামাল গোপালপুর গ্রামের হোসেন চৌকিদারের ছেলে।