আইন-আদালত

মেহেরপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

By মেহেরপুর নিউজ

July 12, 2017

মেহেরপুর নিউজ,১২ জুলাই: মেহেরপুরে একটি হত্যা মামলায় জাকির হোসেন (৪৫) নামের এক জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ আদেশ দেন। মামলার বাকি ১৩ আসামিকে বেকুসর খালাস দেওয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত জাকির হোসেন গাংনী উপজেলার শেওড়াপাড়া গ্রামের সাদিমন মালিথার ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালে ২৩ আগষ্ট সকালে জাকির হোসেন চর গোলায় গ্রামের জাহিদ আলীর বাড়িতে বোমা চালায়। বোমা হামালায় জাহিদ আলীর ছেলে আতাহার আলী মারা যান। পরে তার চাচা রাহাত শেখ বাদি হয়ে ১৪ জনকে আসামি কওে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ২২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।