আইন-আদালত

মেহেরপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন জেল

By মেহেরপুর নিউজ

April 04, 2018

মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল: মেহেরপুরে কৃষক মুন্নাফ আলী হত্যা মামলায় আব্দুস সালাম নামের এক জনের যাবজ্জীবন জেল দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মেহেরপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আসামির ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদেশের সময় আসামি পলাতক ছিলেন। দন্ডিত আব্দুস সালাম গাংনী উপজেলার রুয়ের কান্দি গ্রামের মাহাতাব আলীর ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ২০১০ সালের ১৩ এপ্রিল সন্ধ্যার দিকে আসামি আব্দুস সালাম কৃষক মুন্নাফ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর বাড়িতে ফিরেন নি। পরদিন সকালে গ্রামের একটি ক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। সেই দিনই মুন্নাফ আলীর স্ত্রী মাবিয়া খাতুন বাদি হয়ে আব্দুস সালামকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা । মামলায় ১০ জন সাক্ষীতাদের সাক্ষ্য প্রদান করেন। মামলার নথি সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষন করে আদালত আব্দুস সালামের বিরুদ্ধে এই আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য আইনজীবীর দায়িত্ব পালন করেন। তবে আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না।