আইন-আদালত

মেহেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ।। বাকী ১০ জন খালাস

By মেহেরপুর নিউজ

September 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ সেপ্টেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের ব্যবসায়ী কাজল মাহমুদ হত্যা মামলায় জাহাঙ্গীর নামের এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মামলায় বাকী ১০ জন খালাস পেয়েছেন। বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রবিউল হাসান এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর গাংনী উপজেলার ভরাট গ্রামের কাবিতুল্লাহর ছেলে। মামলায় খালাসপ্রাপ্তরা হলো, আরজ আলী, মহির, লস্কর, লালন, মজিবর, নাজমুল, মাজহারুল, জাহাঙ্গীর, মিনারুল ও কামাল। এদিয়ে পরপর তিন দিন ৩টি মামলার প্রধান ৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিলেন একই আদালতের বিচারক। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৮ ডিসে¤^র মটমুড়া গ্রামের মোনিমুুল হকের ছেলে কাজল মাহমুদ বিভিন্ন জায়গায় ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বামন্দী বাজারের মাসুদের দোকানে তার বন্ধু আনিসের সঙ্গে নিয়ে চা খাচ্ছিল । এ সময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী কাজলকে লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে। এতে কাজল ও তার বন্ধু আনিস আহত হয়। আহত কাজলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কাজলের পিতা মনিমুল বাদি হয়ে জাহাঙ্গীরকে প্রধান করে ১১ জনকে আসামী করে পরদিন গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেণ । যার মামলা নং-০৯, তারিখ ১৯/১২/০৫, জিআর কেস নং-৩৮৭/০৫, সেশন কেস নং-৬৮/০৭। পরে মামলার তদন্তারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেণ। মামলায় ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবীর দায়িত্ব পালন করে পাবলিক প্রসিকউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে একেএম আসাদুজ্জামান ও ফিরোজুল হক। একই ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের অপর মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীরকে ৩ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এ মামলাতেও অপর ১০ আসামীকে খালাস দেয়া হয়। এদিকে, পরপর ৩দিন (সোম, মঙ্গল ও বুধবার) ৩টি মামলায় ৩ আসামী যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিলেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রবিউল হাসান। তিনটি মামলাতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী দায়িত্ব পালন করেণ পল্লব ভট্টাচার্য। এ ব্যাপারে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য বলেন, পূর্বের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি লক্ষ্যে এখন প্রতিদিনই অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। যাতে করে মামলা জট কমে যায়। পরপর তিনটি মামলা তিনদিনে নিষ্পত্তি হওয়াতে আদালতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এর ফলে সাধারণ জনগণ আদালত থেকে ত দের প্রাপ্য অধিকার ফিরে পাচ্ছে।