বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

By মেহেরপুর নিউজ

August 30, 2017

মেহেরপুর নিউজ, ৩০ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাবিবুর রহমান হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার খোদা বক্সের ছেলে কেসমত আলী ও মৃত আব্দুল ওহাবের ছেলে এনামুল হক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৩ সেপ্টম্বর রাতে সদর উপজেলার উজলপুর গ্রামের হাকিম বিশ্বাসের আমবাগানে হাবিবুর রহমানকে শাশ্বরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পরদিন হাবিবুর রহমানের স্ত্রী ইসমত আরা বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।