আইন-আদালত

মেহেরপুরে হত্যা মামলায় বাবা ও দুই ছেলে ১০ বছর সশ্রম কারাদন্ড

By মেহেরপুর নিউজ

August 24, 2017

মেহেরপুর নিউজ, ২৪ আগষ্ট: মেহেরপুরে একটি হত্যা মামলায় বাবা রমজান আলী ও তার ছেলে ইন্তাজুল ও সাহাবুলকে ১০ বছর করে সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ২ মাসের জেল দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের জেলা ও দায়রা মোহাম্মদ গাাঁজী রহমান এ আদেশ দেন।

দন্ডাদেশপ্রাপ্ত রমজান আলী ও ছেলে ইন্তাজুল ও সাহাবুলের বাকি গাংনী উপজেলার সওড়াবাড়িয়া গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৮ অক্টোবর সকালে বাদি নাজিরা খাতুনের ভাষুর রমজান আলী ও তার স্ত্রী ফুলকুমারির মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বাদে। নাজিরার স্বামী কচিমদ্দিন ঝগড়া থামাতে গেলে রমজান আলী ও তার দুই ছেলে তাকে সাবুল দিয়ে আঘাত করে। পরের বছর ১০ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

ওই দিনই তার বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। দির্ঘ শুনানী সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে বিচারক তাদের বিরুদ্ধে ওই আদেশ দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্রাচর্য এবং আসামি পক্ষে সফিকুল ইসলাম বিজন আইনজীবীর দায়িত্ব পালন করেন।