আইন-আদালত

মেহেরপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন জেল

By মেহেরপুর নিউজ

May 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ মে: মেহেরপুরে একটি হত্যা মামলায় স্বামী ও স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন প্রাপ্ত স্বামী স্ত্রী হলেন গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের আব্দুল জাব্বার ও তার স্ত্রী বেলিয়ারা খাতুন। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টিম এম মুসা এ আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস করে কারাদন্ডাদেশের আদেশ দেন। মামলার বাকি ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন: একই উপজেলার হাড়িয়াদহ গ্রামের ইনফারুল ইসলাম, আব্বাস আলী, আফতাহার আলী, মাহতাব আলী, নুরু ফকির, মহিদুল ইসলাম, খবির উদ্দিন, আলাউদ্দিন, ধানখোলা গ্রামের মাসুদ আলী ও বজলুর রহমান। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১২ জুলাই সকালে গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে তরিকুল ইসলাম নামের এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন তরিকুলের ভাই রমজান আলী বাদি হয়ে ১২ জনকে আসামী করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরকিয়া প্রেমের কারণে হত্যাকান্ড বিবেচনায় নিয়ে মামলার প্রাথমিক তদন্ত শুরু করেন তদন্তকারী কর্মকর্তা। তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্রদাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে ইব্রাহিম শাহিন ও রমজান আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।