রাজনীতি

মেহেরপুরে হরতালে পুলিশের গুলিতে নিহত শিবির নেতার দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

August 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট: হরতালে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত মেহেরপুরের আমঝুপি ৯নং ওয়ার্ড কমিটির শিবির সভাপতি সোলাইমান  হকের (২৭) লাশ আজ শুক্রবার সকাল ৯ টায় তার গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। লাশ দাফনের আগে রঘুনাথপুর গ্রামের ঈদগাহ মাঠে জেলার ৩ উপজেলা থেকে হাজার হাজার জামায়াত-শিবিরের নেতা কর্মী সমাবেশ করে।

সমাবেশে বক্তারা হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবী করেন। তা না হলে হরতাল সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলেও জানান তারা। সোলাইমানের দুই শিশু সন্তানের পড়ালেখা সহ পরিবারের দায়িত্বভার সংগঠন বহন করবে বলেও ঘোষণা দেয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ৪ দলীয় জোটের নেতা মেহেরপুর-১ আসনের বিএনপির সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন,জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল মতিন,জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেলা আমির তাজউদ্দিন, জেলা সেক্রেটারী সিদ্দিকুর রহমান ও মেহেরপুর জেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম ।

সমাবেশ শেষে জেলা আমির ৪ দফা কর্মসূচি ঘোষনা করেন।

নায়েবে আমির সিরাজুল ইসলাম,মেহেরপুর পৌর আমির মাওলানা মাহাবুবুল আলম, সিনিয়র নায়েবে আমির সিরাজুল ইসরাম, নায়েবে আমির সিরাজুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন,শিবিরের জেলা সেক্রেটারী সাব্বির হোসেন, শিবিরের সাবেক সভাপতি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আল আমিন ইসলাম বকুল প্রমূখ সহ সকল স্তরের জনগন।

উল্লেখ্য, গত ১৩ আগষ্ট মেহেরপুর-চুয়াড়াঙ্গা সড়কের রাজনগরে হরতালে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে জামায়াত নেতা সোলাইমান পুলিশের গুলিতে আহত হয়। তিনি রাজশাহীতে চিকিৎসা থাকাকালীন ১৫ আগষ্ট দুপুর ৩টার সময় মৃত্যু বরন করেন।