রাজনীতি

মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কলেজ ছাত্রলীগ

By মেহেরপুর নিউজ

February 12, 2015

মেহেরপুর নিউজ,১২ ফেব্রুয়ারি: মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে হরতাল অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত ই খুদা রুবেলের সভাপতিত্বে রেজাউল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা। বক্তব্যে রাখেন শহর সভাপতি মাহফিজুর রহমান পেোলন, উপজেলা সভাপতি জুলফিকার, সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম বাপ্পি্, বায়োজিদ হোসেন প্রমুখ। এর আগে হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলামে লিজনের নেতৃত্বে মিছিলটি সরকারী কলেজ থেকে শুরু করে কলেজ সড়ক প্রদক্ষিণ করে।