রাজনীতি

মেহেরপুরে হরতাল-অবরোধ চলছে

By মেহেরপুর নিউজ

January 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী:

নির্বাচনী তফশিল স্থগিতের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৬ষ্ঠ দফায় অনির্দিষ্টকালের অবরোধের ১ম দিন এবং বন্ধুক যুদ্ধে  জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জেলা জামায়তের ডাকা সকাল সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার তিন উপজেলায় চলছে। হরতাল- অবরোধের কারনে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো পরিবহন। ছেড়ে যায়নি কাচা মাল বাহী ট্রাকগুলো। তবে ব্যাক্তিগত যানবাহন,স্যালো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতাল- অবরোধে নাশকতা রোধে মেহেরপুর জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে। চলছে র‌্যাব,বিজবি টহল। এছাড়া একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে যৌথাবাহিনীর একটি টিম বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথায় কোনো পিকেটিং,মিছিল,মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।