মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ এপ্রিল:
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে শিবিরের ডাকা সারাদেশে সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা,ভ্যান,ইজিবাইক,নছিমন,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।