বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হিরোইন মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

March 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মার্চ:

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ টি এম মেসবাউদ্দৌলা হিরোইন রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় মেহেরপুর শহরের থানাপাড়ার সনাতর হালদারের ছেলে সঞ্জয় কর্মকার ও শহরের বোসপাড়ার সত্য কর্মকারের ছেলে সুবোধ কর্মকার নামের ২ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। বৃহস্পতিবার এক জনাকীর্ণ আদালতে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষনা করেন।

মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ২৭ নভেম্বর তৎকালীন মেহেরপুর ডিবি পুলিশের এস আই শওকত হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের ওয়াপদাপাড়ার  হাবিবুর বাড়ি থেকে শহরের থানাপাড়ার সনাতর হালদারের ছেলে সঞ্জয় কর্মকার ও শহরের বোসপাড়ার সত্য কর্মকারের ছেলে সুবোধ কর্মকার নামের ২ ব্যক্তিকে আটক করেন।ওই সময় তাদের কাছ থেকে ৩৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি’র এস আই শওকত হোসেন বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১১) এর টেবিল-১(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তাং- ২৭/১১/২০০৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামি  সঞ্জয় কর্মকার (পলাতক) ও সুবোধ কর্মকারকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটকের দিন থেকে তার সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. মিয়াজান আলী এবং আসামি পক্ষে অ্যড. পল¬ব ভট্টাচার্য ও অ্যাড. সাথী বোস ।