বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইনসহ ৩ জন আটক

By মেহেরপুর নিউজ

October 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর: মেহেরপুর শহরের মল্লিকপাড়া থেকে ২৫ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো শফিকুল ইসলাম লিল্টু, তার স্ত্রী নাসরিন আখতার এবং ফৌজদারী পাড়ার গোলাম শেখের ছেলে জিয়া। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আশরাফুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ শহিদুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ঘরের আলমারির মধ্যে থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় জিয়া ওই বাড়িতে হেরোইন কিনতে যায়। এ ঘটনায় শহিদুল ইসলাম লিল্টু, তার স্ত্রী নাসরিন ও ক্রেতা জিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়ে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।