আইন-আদালত

মেহেরপুরে হেরোইন মামলায় মহিলার দুই বছর কারাদন্ড

By মেহেরপুর নিউজ

July 25, 2017

মেহেরপুর নিউজ, ২৫ জুলাই: মেহেরপুরে হেরোইন মামলায় শিরিণ আকতার (৩৫) নামের এক মহিলার দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দিয়েছেন। কারাদন্ডাদেশপ্রাপ্ত শিরিণ আকতার গাংনী পৌর শহরের মৃত নাজির হোসেনের মেয়ে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী থানার এস আই বাবুল মিয়া শিরিণ আকতারের বাড়িতে অভিযান চালায়। এসময় হেরোইন বিক্রি করার সময় ১২ গ্রাম হেরোইনসহ শিরিণ আকতারকে আটক করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে মিনা পাল আইনজীবীর দায়িত্ব পালন করেন।