অন্যান্য

মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে একজনের ১০ বছরের জেল

By মেহেরপুর নিউজ

April 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ এপ্রিল: হেরোইন রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় মেহেরপুরের কাথুলী গ্রামের বাবু নামের এক ব্যাক্তিকে সশ্রম কারাদন্ড ,১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। বুধবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে মোখলেসুর রহমান খান স্বপন কৌশুলীর দায়িত্ব পালন করেন। মামলার বিবরণীতে জানা গেছে, ২০০৯ সালের ২৭ জুন মেহেরপুর সদর থানার এস আই আবু জিহাদ গোপনসূত্রে খবর পেয়ে কাথুলী গ্রামের সেকেন্দার আলীর ছেলে বাবুকে ২৭গ্রাম হেরোইন সহ আটক করে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল-১ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২৪। সেশন কেস নং-৬৫/২০০৯। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তশেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষির সাক্ষ্যে আসামী দোষী প্রমানিত হওয়ায় বিচারক তাকে এ সাজা দেন।