আইন-আদালত

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 02, 2015

মেহেরপুর নিউজ,০৪ সেপ্টেম্বর: হেরোইন রাখার দায়ে মোঃ রিপন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১বছরের কারাদন্ড প্রদান করেছে। কারাদন্ড প্রাপ্ত মোঃ রিপন জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে।বুধবার দুপুরে জেলো ও দায়রা জজ মোঃ রবিউল হাসান তাকে এই রায় দেন।

মামলার এজাহারে জানা গেছে ২০১৪ সালের ১৩ই জুন বামুন্দির তেতুলবাড়িয়া সড়কের মাঝ রাস্তায় বামুন্দি ক্যাম্পের ইনচার্জ এসআই সামসুল হক চেকিং করার সময় আলগামন চালক মোঃ রিপনকে চ্যালেঞ্জ করে। এসময় রিপনের শরীরে তল্লাশী চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। ঐদিন এসআই সামসুল হক বাদি হয়ে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯ (১) টেবিল ১ (খ) ধারায় ১টি মামলা দায়ের করে। যার ন¤^র ১৮, জি আর নং ১২১/১৪, সেশন সং ১২৬/২০১৪, পরে একই বছরের ২০ শে জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রিপনকে দোষী করে আদালতে চার্জশীট দাখিল করেন।মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী হিসাবে দায়িত্বে ছিলেন পিপি এ্যাড. পল্লব ভট্রাচার্য্য এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. মোশাররফ হোসেন। মামলায় ৭ জন সাক্ষির সাক্ষ্যে রিপন দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক এই রায় দেন। পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য বলেন, আদালতে দীর্ঘশুনানী শেষে রিপন দোষী প্রমানিত হওয়ায় তাকে এই সাজা দেন।